Home জাতীয় করোনা টেস্ট এবং চিকিৎসাসহ ৭ দফা দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ

করোনা টেস্ট এবং চিকিৎসাসহ ৭ দফা দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ

52

ডেস্ক রিপোর্টঃ কৃষক ক্ষেতমজুরসহ গ্রামাঞ্চলের সকল মানুষের করোনা টেস্ট এবং বিনামূল্যে চিকিৎসাসহ ৭ দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট আজ ১৮ জুলাই দেশাব্যাপী জেলায় সিভিল সার্জন এবং উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে স্মারকলিপি পেশ করেছপ। আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কৃষক ফ্রন্টের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেন।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দপ্তর সম্পাদক নিখিল দাস, বাসদ ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।
নেতৃবৃন্দ বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট এর সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য ও চিকিৎসার নাজুক পরিস্থিতি প্রকাশ্যে উন্মোচিত হয়েছে। সরকার সময়মতো উদ্যোগ না নেয়ায় করোনার সংক্রমণ গ্রাম পর্যায়ে বিস্তার ঘটছে।