Home রাজনীতি কমরেড আবুল বাশারের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

কমরেড আবুল বাশারের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত

60

ডেস্ক রিপোর্ট: “ডিজেলের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি না তুলে ভাড়া বৃদ্ধির জন্য জনগণকে জিম্মি করার ঘটনা কোনক্রমেই গ্রহণযোগ্য হতে পারেনা। দুর্ভাগ্যজনক যে মালিক শ্রমিক ঐক্যের নামে গণপরিবহন শ্রমিক মালিকের স্বার্থসিদ্ধ পক্ষে দাঁড়িয়েছে। কমরেড আবুল বাশার জীবিত থাকলে শ্রমিক আন্দোলনের এই অবক্ষয় দেখে লাভ পেতেন, ঘৃর্ণাভারে এ ধরণের পদক্ষেপ প্রত্যাখান করতেন। আজ ৭ নভেম্বর ওয়ার্কার্স পার্টি সাবেক সভাপতি কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড আবুল বাশারের ১১তম মৃত্যু বার্ষিকীতে পার্টির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে তার প্রতিকৃতিতে মাল্যদান করে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি একথা বলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে চত্ত্বরে কমরেড আবুল বাশারের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে পার্টি সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসনে বাদশা এমপি, ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়। জাতীয় শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, জাতীয় কৃষক সমিতির পক্ষ থেকে মোস্তফা আলমগীর রতন, জহিরুল ইসলাম, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের পক্ষে থেকে জাকির হোসেন রাজু, হুমায়ুন মুজিব, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সাধারণ সম্পাদক শিউলি শিকদার।