Home সাহিত্য ও বিনোদন কবি তামান্না জাবরিন -এর তিনটি কবিতা

কবি তামান্না জাবরিন -এর তিনটি কবিতা

42

১. বৃষ্টি বিলাস

তুমি যখন উঁচু ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে
কফির মগে চুমুক দিয়ে
হাত বাড়িয়ে বৃষ্টি ছুতে ব্যস্ত
অন্য প্রান্তে কেউ
বাঁধ ভেঙ্গে জোয়ারেরপানিতে
ভেসে যাওয়া ঘর বাঁচাতে ন্যস্ত
খিঁচুড়ি আর ইলিশ ছাড়া
তোমার বৃষ্টি বিলাস হয়ে যায় যেন অপূর্ণ,
অন্য প্রান্তে চালহীন ঘরে
এই বৃষ্টিতে কারো পেট থেকে যায় শুন্য
কাঁথা মুড়ি দিয়ে –
আলসেমিতে কেটে যায়তোমার বেলা,
অন্যপ্রান্তে খেটে খাওয়া মানুষগুলো
বৃষ্টিতে ভিজে চালিয়ে যায় জীবন ভেলা
তুমি যখন পপকর্ণ চিবুতে চিবুতে
সিনেমায় দিয়ে ডুব-
করছো তোমার বৃষ্টি বিলাস
অন্য প্রান্তে ছাউনির তলে বসে
দুমুঠো ভাত খেতে পারাটাই কারো অভিলাষ।

২. ভালোবাসার রং

ভালোবাসার রং কি হয় ?
ভালোবাসা দিবসের দিন দেখি-
একেক জনে একেক কথা কয়
বলে তাঁরা- লাল, নীল, বেগুনী
আমার মনে হয় ধবল রং তাঁহার,
তাহাতে যেই রং লাগাবে হয়ে যাবে তেমনি
আচ্ছা, ভালোবাসার কি কোন দিবস লাগে?
ফেব্রুয়ারি আসলে দেখি-
সবাই করে হুনহুন-প্যানপ্যানানি
বলে তাঁরা –
এটাই নাকি মাস ভালোবাসার,
আমার মনে হয় এটার নেই আলাদা মাস দিন
ভালোবাসার মানুষের কাছে
ভালোবাসা দিবস প্রতিদিন
ভালোবাসার কি আলাদা কোন ফুল থাকে ?
লাল গোলাপ নিয়ে কেন করে টানাটানি ?
ভালোবাসা কি অন্য ফুলে হয়না একটুখানি!

৩. মা’য়ের কন্যা

মন্দির কাপে, কাপে মসজিদ
কাপে গীর্জা প্যাগোডো
মা, তুমি যখন কাঁদো
তোমার চোখের পানি, ভুবনে বয়ে দেয় বন্যা,
মা, তবু কেন আজও তোমাদের এতো কান্না?
মা, মাগো, ও মা-
দু’চোখের জল এবার থামাও না!
এসেছে যে –
তোমার কোলে তোমার রাজকন্যা
মেয়ে বলে ছুঁড়ে ফেলোনা,
ফেলে দিওনা আমায় মাগো!
দেখবে তুমি দেখবে,
কাঁদতে তোমায় দেবো না।
[ সকল মেয়েদের পক্ষ থেকে মায়েদের জন্য এই কবিতা উৎসর্গ।