Home রাজনীতি কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ কর–ওয়ার্কার্স পার্টি

কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ কর–ওয়ার্কার্স পার্টি

41

ডেস্ক রিপোর্ট: গরীব ও নিন্ম আয়ের মানুষকে বাঁচাতে অবিলম্বে দেশব্যাপী ন্যায্যমূল্যে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে একই সাথে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় বর্তমান সরকারের সকল অর্জন প্রশ্নের মুখে পড়বে। আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু। বাংলাদেশের অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ রোজায় সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্য সামগ্রী ক্রয় করে যাতে রোজা রাখতে পারে সরকার তার ব্যবস্থা করবে বলে আশা করি। আমাদের অতীত অভিজ্ঞতায় বলে অসাধু আমলা-ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে নিত্যপণ্য সামগ্রীর দাম কয়েক গুন বাড়িয়ে দেয়, এতে করে ধর্মপ্রাণ মুসলমানদের অবর্ননীয় দুঃখ-যন্ত্রণার শিকার হতে হয়। তাই সরকারকে এখনই এ ব্যাপারে তরিৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে জনগণের দুঃখ-যন্ত্রণা লাঘব হয়।
আজ ২ এপ্রিল শনিবার সকাল ১১টায় ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত পুরানা পল্টন মোড়ে নিত্যপণ্য সামগ্রীর মূল্য উর্ধ্বগতিরোধ ও দেশব্যাপী পূর্ণরেশনিং ব্যবস্থা চালুর দাবীতে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়।