Home জাতীয় কক্সবাজারে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ

কক্সবাজারে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ

36

ডেস্ক রিপোর্ট: আজ ২৫ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কক্সবাজারে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ারের সঙচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাসুদ রানা ও দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী।

বক্তারা বলেন, দীর্ঘদিনের বিচারহীন্তার সংস্কৃতি, ক্ষমতার ছত্রছায়ায় অপরাধীদের আশ্রয়, নারীকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপনা ফলাফলেই কক্সবাজারের মত ঘটনার সৃষ্টি করে। আমরা অতীতে দেখেছি এসব ঘটনার সাথে যুক্ত অপরাধীরা ক্ষমতার ছত্রছায়ায় থাকে। কক্সবাজারের ঘটনাও আমরা অনুরুপ দৃষ্টান্ত দেখলাম।

নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারে সংঘটিত ধর্ষণের ঘটনা এই সমাজব্যবস্থায় যে অবক্ষয়ের চিত্র তা আমাদের সামনে দৃশ্যমান করেছে। এই অবক্ষয়ের হাত থেকে সমাজকে বাচাতে হলে সমাজব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া সম্ভব নয়। সেই সমাজপরিবর্তনের লক্ষে ধষণ বিরোধী আন্দোলনগুলো আমাদের জোরদার করতে হবে।

সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ থেকে টিএসসিতে প্রদক্ষিণ করে শেষ হয়।