Home ধর্ম ওমরাহর নতুন অ্যাপ উদ্বোধন, এজেন্সি ছাড়াই করা যাবে আবেদন

ওমরাহর নতুন অ্যাপ উদ্বোধন, এজেন্সি ছাড়াই করা যাবে আবেদন

37

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বৃহস্পতিবার ওমরাহ যাত্রীদের জন্য নতুন অ্যাপ চালুর ঘোষণা দেন। এ অ্যাপের মাধ্যমে ওমরাহ ভিসার আবেদন করতে পারবেন ব্যক্তি নিজেই। এ ইলেকট্রনিক পরিষেবায় ভিসা পাওয়া যাবে ২৪ ঘণ্টার মধ্যে।

ইতমার্না অ্যাপের মাধ্যমে ওমরাহ যাত্রীরা আবাসন ও পরিবহন ব্যবস্থাও করতে পারবে।
তৌফিক আল-রাবিয়াহ আরো বলেন, আগে ওমরাহর ভিসার মেয়াদ সর্বোচ্চ এক মাস দেওয়া হলেও এখন থেকে দেওয়া হবে তিন মাস। ওমরাহ যাত্রীরা দেশের যে কোনো স্থানে ভ্রমণ করতে পারবেন। সারাদেশ ভ্রমণে ওমরাহ যাত্রীদের আর কোনো বাধা থাকবে না।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, দেশটির হজযাত্রীরা শুক্রবার থেক ১১ জুন পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এবছর হজে অংশ নিবেন ১০ লাখ হজযাত্রী। দেড় লাখ সৌদি নাগরিক ও সারাবিশ্বের সাড়ে ৮ লাখ মুসল্লী এবারের হজে অংশ নিবেন।

কোভিড মহামারির কারণে গত দুই বছর সীমিত আকারে হজ পালন করা হয়েছে। ২০২১ সালে হজে অংশ নিয়েছে ১০ হাজার মানুষ। আর ২০২০ সালে হজে অংশ নিয়েছিলেন ১ হাজার মানুষ। অবশ্য কোভিড মহামারির আগে ২০১৯ সালে হজ করেছে ২৫ লাখ মানুষ। -আমাদের সময়.কম