Home রাজনীতি এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা বারবার প্রমানিত হয়েছে :...

এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা বারবার প্রমানিত হয়েছে : জামাল হায়দার

23

স্টাফ রিপোটার: ১২দলীয় জোটের প্রধান সাবেকমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোনো নির্বাচনই জনগণ ভোট দিতে পারেনি। বিরোধী প্রার্থীর উপর চালানো হয় হামলা। দখল করে নেওয়া হয় ভোট কেন্দ্র । সোমবারও ঢাকা ১৭ উপনির্বাচনে সরকারের চেহারা আসল আবারও ফুটে উঠেছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা বারবার প্রমানিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সরকার পদত্যাগের একদফা দাবি পদযাত্রা র্কমসূচিতে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাকরাইল মোড় থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয় এ পদযাত্রা।

জামাল হায়দার বলেন, আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। এ আন্দোলন জনগণ ভোট ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আন্দোলন। সরকার সহজেই এ দাবি মানে নিবে না। তাই গণঅভ্যুত্থানে মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়েই দাবি আদায় করতে হবে।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।

আরো বক্তব্য রাখনে জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন প্রেসিডিয়াম মেম্বর সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস, কল্যান পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবীর পিন্টু, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ভাইস চেয়ারম্যান সৈয়দ রওনক ইব্রাহিম, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)এর সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান এডভোকটে আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মোহাম্মদ সালাহ উদ্দিন, মহাসচিব মানসুর আলম শিকদারসহ ১২ দলীয় জোটের র্শীষ নেতৃবৃন্দো।