Home স্বাস্থ্য এক হাজার নারীকে ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং।

এক হাজার নারীকে ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং।

163

স্টাফ রিপোটার: স্তন ক্যান্সার সচেতনতা দিবসের ১০০ দিন গণনা ও এ উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা অনুষ্ঠিত।
আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

” স্তন ক্যান্সার সচেতনতায় চাই সামাজিক আন্দোলন” শীর্ষক আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. হালিদা হানুম আক্তার, প্রকল্প পরিচালক আব্দুল হাকিম মজুমদার,
জাতীয় প্রেস ক্লাব সাধারন সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টারস ইউনিটি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, হেলথ রিপোর্টারস ফোরাম সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শাহনাজ পলি।

স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সদস্য ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইডাব্লিওসিএ’র জাতীয় সম্পাদক হেলেন মনিষা সরকার, হারমনি ট্রাস্টের সিইও অমিতাভ ভট্টাচার্য ও স্বাস্থ্য সমন্বয়ক শাহিদা ইলোরা, হীল এর প্রতিষ্ঠাতা জেবুন্নেছা, রোটারি ক্লাব অব ঢাকা কাওরানবাজার-এর পাস্ট প্রেসিডেন্ট শাহানা আলম, রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র প্রেসিডেন্ট সুমন সরকার, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির সেক্রেটারি জীবন কুমার সরকার, ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির প্রেসিডেন্ট নাসিমা আলম, ট্রিটমেন্ট কমিউনিটির পক্ষে ডা. সোনিয়া জাহান, ঢাকা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট মাহবুবা আক্তার প্রমুখ।

সভায় আলোচকগণ ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সুবিধার বিকেন্দ্রীকরণ ও ব্যাপক গণসচেতনতার উপর জোর দেন।
সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচীর প্রতি সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।