Home জাতীয় উপকূলে পানীয়জলের সংকট মোকাবেলায় পুকুর সংরক্ষণ করতে হবে–মোংলায় উপমন্ত্রী নাহার

উপকূলে পানীয়জলের সংকট মোকাবেলায় পুকুর সংরক্ষণ করতে হবে–মোংলায় উপমন্ত্রী নাহার

32

মোংলা থেকে মোঃ নূর আলমঃ উপকূল এলাকায় পানীয়জলের সংকট মোকাবেলায় পুকুর সংরক্ষণ করতে হবে। দুর্যোগ মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ মোংলা এলাকায় ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে। দুর্যোগ কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য ফ্রেন্ডশীপ’র পুকুরঘাট নির্মান প্রশংসনীয় উদ্যোগ। ২৫ সেপ্টেম্বর শনিবার সকালে ফ্রেন্ডশিপ সিআইডিআরআর-কোস্টাল প্রজেক্টের আওতায় সোনাইতলা ইউনিয়নের আমড়াতলায় বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য পুকুরঘাট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
শনিবার সকাল সাড়ে ৮টায় পুকুরঘাট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নারজিনা, ফ্রেন্ডশীপ’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফরিদ আহমেদ সাগর, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মকবুল হোসেন, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আউয়াল। শনিবার সকালে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি পুকুরঘাট ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য নির্মিত পুকুরঘাট উদ্বোধন করেন। পুকুরঘাট উদ্বোধন শেষে উপমন্ত্রী সোনাইলতলা ইউনিয়ন পরিষদ হলরূমে ফ্রেন্ডশিপের প্রকল্পের মাধ্যমে ঘর মেরামতেরযন্ত্রপাতি বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ৯টি ওয়ার্ডে ৯সেট উপকরণ হস্তান্তর করেন।