Home জাতীয় মঞ্চে প্রধানমন্ত্রী। উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে

মঞ্চে প্রধানমন্ত্রী। উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে

38

স্টাফ রিপোটার: গর্বের পদ্মাসেতুর বাস্তবযাত্রা শুরুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তের উদ্বোধনী মঞ্চে উপস্থিত হয়েছে। কিছু ক্ষনের মধ্যেই শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়ার উদ্বোধন ও সুধী সমাবেশে শেষে যাবেন জাজিরা প্রান্তে। সেখানে উদ্বোধন শেষে জনসমাবেশে বক্তৃতা করবেন।
এসময় প্রধানমন্ত্রীর সাথে আছেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

মঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশেন খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি সুধী সমাবেশ পরিচালনা করছেন। অন্যপাশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আর তার পাশে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ছিলেন।
স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত আছেন।আরো বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন, ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলেন নেতারা।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী টোল দিয়ে সেতু পেরিয়ে যাবেন ওপারে, শরীয়তপুরের জাজিরায়।সেখানে যথারীতি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। পরে মাদারীপুরের বাংলাবাজারে অংশ নেন আওয়ামী লীগ আয়োজিত লাখো মানুষের জনসভায়। রোববার পদ্মা সেতু খুলে দেওয়া হবে চলাচলের জন্য।
৩০১৯৩ কোটি টাকা ব্যায়ে পদ্মার বুকে ৬ কিলোমিটার দীর্ঘ সেতুতে গাড়ি ও রেল দুটোই চলবে। নিজস্ব অর্থায়নে এই সেতুর কাজ শুরু হয়েছিল ২০১৪ সালের ২৬ নভেম্বর, শেষ হল সাত বছরে।