Home সারাদেশ উজিরপুরে হামলা ও চাঁদাবাজী মামলার প্রধান আসামীসহ গ্রেফতার -২

উজিরপুরে হামলা ও চাঁদাবাজী মামলার প্রধান আসামীসহ গ্রেফতার -২

20

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে কাউন্টার নিয়ে দ্বন্দের জেরে হামলা ও চাঁদাবাজীর ঘটনার মামলার প্রধান আসামীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ এপ্রিল মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি টোলপ্লাজার সামনে থেকে উজিরপুর মডেল থানার এস.আই সনেট ও এএসআই মহিউদ্দিন অভিযান চালিয়ে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামের শাহাদাৎ হাওলাদারের ছেলে অভিযুক্ত হামলা ও চাঁদাবাজী মামলার প্রধান আসামী মেহেদী হাসান ডায়মন্ড ও হারুন হাওলাদারের ছেলে সোহেল হাওলাদারকে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে প্রেরণ করেছে। উল্লেখ্য সানুহার গ্রামের ইউপি সদস্য মোঃ খোকন হাওলাদারের ছেলে মোঃ মাহফুজ আলম সৈকত (৩৫) এর কাছে কাউন্টার চালাতে হলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই গ্রামের মেহেদী হাসান ডায়মন্ড, মোস্তাফিজুর রহমান, সোহেল হাওলাদার, রাজু সরদার, আসাদুল হাওলাদার, আল আমিন মৃধা, বশার হাওলাদার, ফরিদ হাওলাদার, সুমন মৃধা ও পলাশ মৃধা মিলে হত্যার উদ্দেশ্যে মাহফুজ আলম সৈকত এর উপর পরিকল্পিত ভাবে হামলা চালায় ও লুটপাট চালায়। হামলা ও লুটপাটের ঘটনায় আহত সৈকত এর স্ত্রী শারমিন জাহান বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সে মামলাটি তদন্তভার দেয়া হয় জেলা গোয়েন্দা শাখায়। উক্ত মামলার প্রধান আসামী মেহেদী হাসান ডায়মন্ড ও সোহেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী মাহফুজ আলম সৈকত জানান ওই আসামীরা এলাকায় মূর্তিয়মান আতঙ্ক। তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐের সাথে জড়িয়ে পড়েছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।আমি পরিবারের সকলকে নিয়ে বর্তমানে আতঙ্কে রয়েছি। সমাজ থেকে সকল অপরাধ অপকর্ম দুর করার জন্য তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।