Home সারাদেশ উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সিকদার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সিকদার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

45

মহসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সিকদার(৬৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে …..রাজেউন)। ১০ অক্টোবর রাত ৯টায় উজিরপুর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। মৃত্যুকালে ১ভাই, তিনবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় মেজর এম.এ জলিল নূরানী মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, ওসি (তদন্ত) মমিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, আ.ন.ম আব্দুল হাকিম, সহকারী কমান্ডার আক্রাম হোসেন হাওলাদার, সেকেন্দার আলী হাওলাদার, আলী হোসেন ফকির, বাজার কমিটির সভাপতি শামসুল হক সিকদার। জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সিকদার ৯নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিলের অন্যতম সহযোগী ছিলেন এবং ভারতে প্রশিক্ষণ শেষে এলাকায় এসে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।