Home সারাদেশ উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের তিন সহোদরকে ফাঁসানোর চেষ্টা

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের তিন সহোদরকে ফাঁসানোর চেষ্টা

126

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যানের জমি দখল করতে একই পরিবারের তিন সহোদরকে ফাঁসাতে মরিয়া হয়ে লেগেছে প্রতিপক্ষরা। ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সরজমিন ঘুরে স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘ পূর্বশত্রুতার জের ধরে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাবেক গুঠিয়া ইউপি চেয়ারম্যান ও বিআরডিবির চেয়ারম্যান আঃ রশীদ মোল্লার পরিবারের তিন ছেলে বিপ্লব মোল্লা, শিপন মোল্লা ও রিপন মোল্লার বিরুদ্ধে প্রশাসনসহ বিভিন্ন মহলে মিথ্যা অপপ্রচার চালিয়ে ফাঁসানোর চেষ্টা অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রভাবশালী প্রকৌশলি বাবুল গংদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মোল্লার মৃত্যুর পর থেকে তাদের সম্পত্তি জোর করে ভোগ দখল করে আসতেছিলো প্রতিপক্ষ প্রকৌশলী বাবুল। এ বিষয় প্রতিবাদ করে তখন কোন প্রতিকার পায়নি মুক্তিযোদ্ধা পরিবারটি। তার তিন ছেলে বিপ্লব, শিপন, রিপন ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কষ্টে জীবন পার করেছে তার স্ত্রী। পরবর্তীতে ছেলেরা বড় হয়ে বাবার সম্পত্তির রেকর্ড খুজতে গিয়ে দেখে তাদের সম্পত্তি জোর করে ভোগ দখল করছে প্রকৌশলী বাবুল গং রা। এ নিয়ে প্রতিবাদ করলে সেই সময় থেকে ক্ষিপ্ত হয়ে ওই পরিবারকে ফাঁসাতে উঠেপড়ে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এ ব্যাপারে মরহুম বীর মুক্তিযোদ্ধা রশিদ মোল্লার বড় ছেলে বিপ্লব মোল্লা বলেন, বাবুল ও তার গংরা মিলে আমার পরিবারকে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালিয়ে হয়রানি করছে। পৈত্রিক সম্পত্তি রক্ষা করা প্রতিটি ছেলে-মেয়েদের ঈমানি দায়িত্ব। আর সেই পিতার সম্পত্তি রক্ষা করতে গিয়ে আমরা পদে পদে হয়রানির শিকার হচ্ছি। ষড়যন্ত্রকারী বাবুল গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে সমাজে আমিসহ আমার পরিবারের মানহানী করাও বাদ দেয়নি। ভূমিদস্যু বাবুলের কারনে আমাদের পরিবার আজ হুমকির মুখে। তাই নিজের পরিবারের নিরাপত্তা চেয় থানায় একটি জিডি করেছি। আমি এই ষড়যন্ত্রকারীদের সুষ্ঠ বিচার চাই। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি শিপন মোল্লা বলেন, ১৯৯৪ সালে জিয়া গ্রুপের হাতে নির্মমভাবে খুন হন তার বাবা রশীদ মোল্লা। আর এই হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থদানকারী ছিলেন প্রকৌশলী বাবুল। এই বাবুল এখন আমার পরিবারের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিছুদিন পূর্বে আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে প্রায় বিশ (২০) লক্ষ টাকার গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করে বাবুল। উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রিপন মোল্লা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উজিরপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বাবা যখন সন্ত্রাসীদের হাতে নিহত হন তখন আমি ছোট ছিলাম। সেই ছোট বেলায় বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছি এই বাবুল ইঞ্জিনিয়ারের মত সন্ত্রাসী গডফাদারের কারনে। আজও তাদের রোষানল থেকে বাঁচতে পারিনি। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। অন্যায়ভবে কখন জায়গা জমি দখল করাতে দূরে থাক বরং শেখ রাসেল মাধ্যমিক বিদ্যালয়, শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ নির্মানের জন্য আমাদের পৈত্রিক সম্পত্তি ৭০শতাংশ জমি বিনা টাকায় দান করেছি। বাবুল গ্রুপের অত্যাচর, নির্যাতন, ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি । উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, বীর মুক্তিযোদ্ধা রশিদ মোল্লার পরিবার তাদের নিরাপত্তা চেয়ে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মুক্তিযোদ্ধা পরিবারকে নিরাপত্তাহীনতায় থাকলে প্রশাসন তাদের নিরাপত্তার জন্য সহায়তা করবে। অভিযুক্ত বাবুলের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।