Home জাতীয় উজিরপুরে ঠিকাদারের প্রতারনার শিকার আওয়ামীলীগ নেতা

উজিরপুরে ঠিকাদারের প্রতারনার শিকার আওয়ামীলীগ নেতা

41

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান কামালকে প্রতারণার ফাঁদে ফেলে ৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছে ঠিকাদার মামুন। এ ঘটনায় ভূক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে ২৬ জুন অভিযুক্ত ঠিকাদার বড়াকোঠা গ্রামের গোলাম মোর্শেদ মামুন ও তার পিতা শাহ্ আলম হাওলাদার স্থানীয় আলাল বেপারীর বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট আদালতে মামলা দায়ের করেন। মামলা ও ভূক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা গ্রামের ঠিকাদার মামুনকে ৩ বছর পূর্বে ব্যবসায়ের জন্য নগদ ১৬ লক্ষ ৫৪ হাজার টাকা প্রদান করেন আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কামাল। এরপর ব্যবসায়ের লাভের ৯ লক্ষাধিক টাকা প্রাপ্ত হন কামাল। কিন্তু ওই টাকা চাইতে গেলে তালহানা শুরু করে মামুন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন এশারের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বড়াকোঠা ডাকুয়ারহাট বাজারের দক্ষিণ পাশের ব্রীজের উত্তর পাড় পৌঁছামাত্র ঠিকাদার মামুন একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালানোর পায়তারা চালায়। টের পেয়ে দৌড়ে পালিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন মিজানুর রহমান কামাল। এ ব্যপারে ভূক্তভোগী জানান আমার ব্যবসায়ের টাকা ফেরৎ চাওয়ায় আমাকে প্রানে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রয়েছে মামুন বাহিনীর। অভিযুক্ত মামুন জানান তার সাথে কারো আর্থিক লেনদেন নেই। আমি কাউকে হামলার চেষ্টা করিনি। কামাল হোসেন আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তাই বিষয়টি পুলিশকে অবহিত করার সাহস পাইনি। এদিকে ভূক্তভোগী আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কামাল, ওই প্রতারক ঠিকাদারের বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।