কাজী শাহীন।। নাড়ীর টানে গ্রামেই ঈদ করেন রাজধানীর বেশিরভাগ বাসিন্দা। যারা থাকেন ঈদের দিন বিকালে তারা প্রিয় সন্তান নিয়ে একটু বিনোদনের আশায় ঘুরতে বের হন। শিশুরাও বাবা-মা’র সঙ্গী হন। কিন্তু ঘুরবে কোথায়! শিশুদের বিনোদন স্পট জাতীয় শিশু পার্ক বহুদিন ধরে তালাবদ্ধ নির্মাণ কাজের জন্য। তাই এবারের ঈদের দিন দলে দলে মানুষ ভীড় করেছিলেন জাতীয় শহীদ মিনার। আবাল-বৃদ্ধ-বণিতা সব মানুষের জটলা ছিল সেখানে। বাঙালি জাতি সত্ত্বা স্মারক ‘৫২-র এই স্মৃতির মিনার প্রাঙ্গণ পরিণত হয়েছিল জনতার মিলন মেলায়। শিশু থেকে বৃদ্ধ-সবাই শান্তির নিশ্বাস ফেলেছিলেন শহীদ মিনার চত্বরে। সেখানে বিভিন্ন খেলনা ও খাবারের দোকানদাররাও নানা পণ্যের পসরা বসিয়ে ছিলেন। শিশুরা খোলামেলা স্থানে ঘুরেফিরে বেশ মজা পায়।

মিলনমেলায় শামিল হয়েছিলেন সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন খান চৌধুরী লিটন। তিনি বলেন, রাজধানী ঢাকার বিনোদন স্পট না থাকায় শিশুদের কত বিড়াম্বনা হচ্ছে তার প্রমাণ আজকের এই শহীদ মিনার।