Home সারাদেশ ঈদুল আযহার দ্বিতীয় দিনে কুয়াকাটায় হাজারো পর্যটকদের ভীড়

ঈদুল আযহার দ্বিতীয় দিনে কুয়াকাটায় হাজারো পর্যটকদের ভীড়

24

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ঈদুল আযহার দ্বিতীয় দিনে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। শুক্রবার সকাল থেকেই এসকল পর্যটকের আগমন ঘটে। কেউ সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছে। কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। অনেকে আবার প্রিয়জনদের সঙ্গে সেল্ফি তুলছেন। মোটকথা সৈকতে ঈদ আনন্দ উন্মাদনায় নেচে গেয়ে মেতেছেন আগত পর্যটকর। আগতদের সার্বিক নিরপত্তায় ট্যুরিষ্ট পুলিশের টহল লক্ষ করা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটার কুয়া, সৈকতের লেম্বুরবন, নদীর মোহনা, গঙ্গামতির লেক, লাল কাঁকড়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্পটগুলো পর্যটকদের পদচারনায় মুখরিত। আবার কেউ কেউ মোটরসাইকেল নিয়ে সৈকতের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেট, মিশ্রিপাড়া তাতঁপল্লী সবখানেই কেনাকাটায় পর্যটকদের ভিড় দেখা গেছে। আবার অনেকেই সৈকতে ফ্রাই ও বারবিকিউ দোকানগুলোতে কাঁকড়া, চিংড়িসহ নানা ধরনের সামুদ্রিক মাছের স্বাদ নিচ্ছেন। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
পর্যটক ওয়াহিদুজ্জামান বলেন, ঈদের আনন্দ উপভোগ করতেই আমরা বন্ধুরা মিলে কুয়াকাটায় এসেছি। সকালে সৈকতে মানুষের তেমন আনাগোনা না থাকলেও দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে। এখানের পরিবেশটা দারুণ লাগছে !
আপর এক পর্যটক জান্নতারা মিতু বলেন, লম্বা ছুটি পেয়ে পরিবারের সবাইকে কুয়াকাটায় আসলাম আসলাম। বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেছি।এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে।
ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা টোয়াক’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে বিভিন্ন অফার ঘোষণা দেয়া হয়েছে।
কুয়াকাটা চ্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া একটি টিম সার্বক্ষণিক সৈকতে টহল দিচ্ছে।