Home শিক্ষা ও ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন তিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন তিন

41

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন তিন সদস্যকে মনোনীত করা হয়েছে। আগামী ২ বছেরের জন্য তাদের এই পদে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার (৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মনোনীত সিন্ডিকেট সদস্যরা হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান।

প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় আইনের, ১৯৮০ (সংশোধিত ২০১০) ১৯(১)(ঙ) ধারা অনুযায়ী কামরুন্নাহারকে এবং ১৯(১)(চ) ধারা অনুযায়ী জাহাঙ্গীর হোসেন ও হাবিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।