Home জাতীয় আমাইয়ে দক্ষতা বৃদ্ধির জন্য “ভাষা গবেষণা পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমাইয়ে দক্ষতা বৃদ্ধির জন্য “ভাষা গবেষণা পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

96

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজে দক্ষতা বৃদ্ধির জন্য “ভাষা গবেষণা পদ্ধতি” শীর্ষক দুই দিনব্যাপী একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ ২৭-২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সূচি অনুযায়ী Introduction: Basics of Linguistic Research এবং Linguistic Fieldwork বিষয়ে সেশন পরিচালনা করেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। Qualitative Method in Linguistic Research বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রফেসর মোহাম্মদ বিল্লাল হোসেন, Ethnographic Research in Linguistics বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ, Linguistic Survey & Method বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, Theoretical Linguistic Research Method বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান, Quantitative Method in Linguistic Research বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক এরশাদুল হক, Research in Communication Disorders বিষয়ে সেশন পরিচালনা করেন, যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন তাওহিদা জাহান, Using Computer in Linguistic Research বিষয়ে সেশন পরিচালনা করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট বাংলা ভাষা প্রযুক্তি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মামুন অর রশীদ। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণ সমাপনী বক্তব্যে মহাপরিচালক আমাই-এর বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী এ জাতীয় কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।