বিশেষ প্রতিনিধি, আফ্রিকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকার দেশগুলোতে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূতদের দ্বিপক্ষীয় বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রদূত সম্মেলন করেছে আজ।প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিন, কারন রাজনীতির পাশাপাশি অর্থনীতিও গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ যাতে মাথা উঁচু করে বিশ্ব মঞ্চে এগিয়ে যেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতদের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন , প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিঞা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নূর-ই-হেলাল সাইফুর রহমান, মরক্কোর রাবাত দূতাবাসের লাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন,মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম, মরিশাসের পোর্ট লুইসে বাংলাদেশেরে হাইকমিশনার রেজিনা আহমেদ, নাইজেরিয়ার আবুজাতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদুর রহমান, আলজেরিয়ার আলজিয়ার্সে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলকার নাইন, কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ, লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর রেনারেল আবুল হাসানাত খায়রুল বাশার ও সুদানের খার্তুমে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক াাহমেদ।