Home ধর্ম আজ বিজয়া দশমী

আজ বিজয়া দশমী

44

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গোৎসব

ডেস্ক রিপোর্ট: আজ বিজয়া দশমী । শারদীয়া দুর্গোৎসবের শেষ দিন আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব।

মঙ্গলবার মহানবমীতে ভক্তরা দুর্গতিনাশিনী দেবী দুর্গার চরণে অঞ্জলি দিয়েছেন সজল নয়নে। দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে ছিল বিষাদের ছোঁয়া। ঢাকঢোল, কাঁসর-ঘণ্টাসহ বিভিন্ন বাদ্য এবং পূজা-অর্চনায় শুধুই ছিল বিদায়ের সুর।

সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমী পূজার আনুষ্ঠানিকতা। পুরাণ মতে, এ তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র। এছাড়া ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হয়েছেন দেবী দুর্গা।