Home জাতীয় আজ জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু ৪৮তম শাহাদত বাার্ষকী

আজ জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু ৪৮তম শাহাদত বাার্ষকী

47

ডেস্ক রিপোর্ট: আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বাার্ষকী। বাঙালী জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবটি পালন করবে।দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসুচি পালন করবে।
কর্মসুচির মধ্যে আজ সূর্য দয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বনানী কবরস্থানে ১৫ আগষ্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত, মোনাজাত ও মিলাদ এবং টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধর্ঘ নিবেদন,দোয়া ও আলোচনা সভা।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোর রাতে সেনাবহিনীর কিছু বিপদগামী সদস্য সধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এসময় বঙ্গবন্ধু দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।