Home কুটনৈতিক ও প্রবাস আজ উৎসব মুখর পরিবেশে ইতালী আওয়ামীলীগের সম্মেলন

আজ উৎসব মুখর পরিবেশে ইতালী আওয়ামীলীগের সম্মেলন

56

ইতালী প্রতিনিধিঃ ৯ বছরপর আজ রবিবার ইতালীর রাজধানী রোমের স্হামীয় সময় দুপুর ২টায় প্রেনেসটিনায় ৩ হাজার আসনবিশিস্ট আসনের হল রুমে এিবার্ষিক সম্মেলন অনুস্ঠিত হবে।এ সম্মেলনকে কেন্দ্র করে ইতালিতে বসবাসরত আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।ইতিমধ্যে ইতালীর বিভিন্ন প্রেভিন্স থেকে নেতাকর্মী কাউন্সিলরদের উপস্হিতিতে গত শনিবার রাতে বাংলাদেশী অঞ্চল হিসেবে পরিচিত তরপিনেত্তারায় স্হানীয় সময় রাত ৩ টা পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্হিতিতে সরগরম ছিলো।ইউরোপের বিভিন্ন দেশ থেকেও নেতা কর্মীরাও এ সম্মেলন দেখতে এসেছে।আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এ সম্মেলন অনুস্ঠিত হচ্ছে।যদিও অকার্যকর ইউরোপ আওয়ামীলীগের সভাপতি ও ইতালীআওয়ামীলীগের সূ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সহ হাতে গোনা কয়েকজন নেতাকর্মী র অপপ্রচার ধোপে টিকে নাই।ইতালী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির তত্বাবধানে সচ্ছ প্রক্রিয়ায় সম্মেলন অনুস্ঠিত হচ্ছে। ইতিমধ্যে নতুন সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে দুই প্যানেল হয়েছে।তারা মনোনয়নপত্র জমা দিয়েছে।এরা হলেন সভাপতি পদে সাবেক সভাপতি মাহতাব হোসেন ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আসিফ। সাধারন সম্পাদক হিসেবে রয়েছে বর্তমান কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন ও আরেক যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু। সম্মেলনের ব্যাপারে এ প্রতিবেদককে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জি এম কিবরিয়া বলেন ৯ বছর ইতালী আওয়ামীলীগের সম্মেলন না হওয়ায় ইতালী আওয়ামীলীগের কার্যক্রম ঝিমিয়ে পরছিলো।একারনে তৃনমূলের সর্বস্তরের নেতাকর্মীদের চাহিদার কারনে ইতালী আওয়ামীলীগের কার্যনিবাহী কমিটিআমাদের যে দায়িত্ব দিয়েছেন তা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ সচ্ছভাবে পালন করতেছি।সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হবে।