Home সারাদেশ আগামী প্রজন্মের ক্যাডেটদের চৌকস ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আগামী প্রজন্মের ক্যাডেটদের চৌকস ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

26

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী প্রজন্মের ক্যাডেটদের আরও চৌকস ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। কারণ তাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যৎ। এমসিএসকে সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন তত্ত্বাবধায়নে পরিশ্রমী ও দক্ষ ক্যাডেট তৈরি করে বলে সারা দেশে সুনাম রয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের ক্যাডেটদের পড়াশোনা, খেলাধুলার পাশাপাশি নৈতিক গুণাবলির দিকে গুরুত্বারোপ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীসহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। গতকাল রবিবার সকাল ১০ টায় ফুলতলার মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনায় পদির্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সলমান ইবনে এ রউফ, পিএসসি, উপাধ্যক্ষ লেঃ কর্ণেল মোহাম্মদ শফিকুল হক, পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, এ্যাডজুটেন্ড (বয়েজ উইং) মেজর মোঃ জিয়াউর রহমান, এ্যাডজুটেন্ড (গার্লস উইং) ক্যাপ্টেন ফাবলিহা আনিকা। উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টলা, সদস্য মঈন উদ্দিন ময়না। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী এমসিএসকেতে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।