Home রাজনীতি আওয়ামী সরকারের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়–মির্জা ফকরুল

আওয়ামী সরকারের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়–মির্জা ফকরুল

41

সুব্রত সানা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকারের অধীনে কোন অবস্থাতেই নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার গুলোর নির্বাচনে এই সত্য প্রমাণিত হয়েছে। বিএনপি তারই প্রেক্ষাপটে মনে করে এখন অনুসন্ধান কমিটিতে নাম প্রেরণ এবং নির্বাচন কমিশন গঠন একেবারই অর্থহীন। বিএনপি বিশ্বাস করে ক্ষমতাকে কুক্ষিগত রাখার নীল নকশার অংশ হিসাবে পুনরায় নির্বাচন কমিশন গঠনে সরকারি তৎপরতা সেই চক্রান্তেরই অংশ। বিএনপি তাই মনে করে এই অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সকলের গ্রহণযোগ্য, একটি অংশীদারিত্ব মূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব মূলক পার্লামেন্ট ও সরকার প্রতিষ্ঠাই বর্তমান সংকট উত্তরনের একমাত্র পথ। আজ ১৬ ফেব্রুয়ারী এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন , সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী প্রেরণে সরকারী পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে এই ধরনের সিন্ডিকেট গঠনের মাধ্যমে অতি উচ্চ ব্যায়ে বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশী শ্রমিকদের বাধ্য করে তাদের নিঃস্ব করার অমানবিক প্রক্রিয়াকে সরকার প্রশ্রয় দিচ্ছে। কর্মসংস্থানহীন যুবকেরা জমি, বাড়ী, স্ত্রী অথবা মায়ের অলংকার বিক্রি করে সরকারের এহেন হীন কর্মকান্ডে নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছে।