Home সারাদেশ আইন ও মানবিধার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ কবতে হবে

আইন ও মানবিধার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ কবতে হবে

41

সাতক্ষীরা প্রতিনিধি: আর্ন্তজাতিক মামবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আইন ও মানবিধার সুরক্ষা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাতক্ষীরা জেলা সভাপতি অতিঃ পিপি এড. তপন কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশের সঞ্চালনায় অনুণ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক সাংবাদিক এড আবুল কালাম আজাদ ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সস্পাদক মোঃ নুর ইসলাম।
বক্তব্য রাখেন যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা কাজি নাসির উদ্দীন, অধ্যাপক আবু তালেব, আলহাজ্ব আজগর আলী সরদার, খাদেমুল ইসলাম তুফান, মাষ্টার শহিদুল ইসলাম, জবেদ আলী সরদার, ধ্রুব কুমার দাস, এড. আব্দুল্যাহ আল মামুন, মাষ্টার মফিজুল ইসলাম, সাংবাদিক শেখ আহসানুর রহমান রাজিব, শেখ রুহুল আমিন, আবু ইয়াছিন গাজি, ডাঃ আসাদুল হক, আব্দুর রহমান, প্রতাপ কুমার হোড়, সরদার হামিদুজ্জামান সুজন, এড. শেখ রাশিদুজ্জামান সুমন, মোঃ হাসান হাদী, খায়রুল ইসলাম, ক্রিড়াবিদ সুকুমার দাস বাচ্চু, আবু রায়হান, জাহাঙ্গীর আলম, কিয়াম উদ্দীন গাজি, মোঃ কামরুজ্জামান কামরুল, আব্দুল হান্নান, সাবিনা খান চৌধুরী, সেকেন্দার আবু জাফর, শেখ সাজ্জাদ আলী, মিসেস দোলন বেগম, মিজানুর রহমান, ডাঃ আব্দুর রহমান হাবিব, মাসুদুজ্জামান সুমন, কাজী ফকরুল হাসান রিপন, জি এম আব্দুল গফুর, মাসুদ আলী, মহিউদ্দীন আহমেদ, মীর নহিদুজ্জামান রনি, সোহাগ হোসেন প্রমুখ।