ডেস্ক রিপোর্ট: ভারতের কর্ণাটকে ৫৭ বছর বয়সী সিজোফ্রেনিয়া রোগীর পেট থেকে ১৮৭টি মুদ্রা বের করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পেটে মুদ্রার অস্তিত্ব খুঁজে পান ডাক্তাররা। অপারেশনের মাধ্যমে রোগীর পাকস্থলি থেকে মুদ্রাগুলো বের করা হয়।

ডাক্তার ঈশ্বর কালবুর্গি বলেন, দিয়ামাপ্পা নামের ওই ব্যক্তি পেটে ব্যাথা নিয়ে বগালকোটের হানাগাল শ্রী কুমারেশ্বর হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই পরীক্ষা করার মাধ্যমে তার পেটে মুদ্রার সন্ধান পাওয়া যায়।

তিনি আরও বলেন, তার পেটে একটি মুদ্রা থাকলে সেটি এন্ডোস্কপি করে বের করা যেত। কিন্তু একসাথে অনেকগুলো মুদ্রা থাকায় অপারেশন করতে হয়েছে।

ডাক্তার কালবুর্গি বলেন, এটি আমার চাকরি জীবনের সবথেকে নজিরবিহীন ঘটনা। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি।
আমাদের সময়.কম