Home রাজনীতি অলিগলিতে ছড়ি পড়েছে প্রতিবাদ মিছিল

অলিগলিতে ছড়ি পড়েছে প্রতিবাদ মিছিল

72

যুবলীগের অফিসে বোমা বিস্ফোরণের বিএনপি’র নেতাকর্মীদের নামে মামলা

স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরায় স্থানীয় আওয়ামী যুবলীগের অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এরআগে ডেমরার ৬৬নং ওয়ার্ডের ডগাইর বাজার সংলগ্ম স্থানীয় যুবলীগের অফিসে পরপর ৩ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলায় এজাহার নামীয় ২৫ জনসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ এর ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধ নগদ ৯৫০০ টাকা চুরিসহ ১ ভরি ওজনের স্বর্নের চেইন ও ১ টি হাত ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। যার অনুমান মূল্য ৮৩ হাজার টাকা। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ডগাইর বাজার এলাকায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু (৫৫), ডেমরা থানা ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মধ্যে ডেমরা নূর মোহাম্মদ ভূঁইয়া (৫৫), মো. গরিবউল্লাহ (৫০) মো.রফিকুল ইসলাম রফিক (৪৫), আব্দুল হাই (৫২),শহিদুল ইসলাম জিকু,শুভ হোসেন বাবু, সালাউদ্দিন রিপন খাঁন, আবুল হাসেম মোল্লা, শাওন মোল্লা, আবু সুফিয়ান, ফিরোজ মিয়া, সেলিম রেজা,আনিসুজ্জামান, সৈয়দ সরওয়ার হোসেন পলাশ, খবির হোসেন, শিমুল, রিপন খাঁন, ফজলু মিয়া, মো. কামরুল হোসেন, মো. আফজাল হোসেন,মো. সাদ্দাম হোসেন, মো. মাসুদ রানা, তৌফিকুর রহমান শাওন, হেলাল।
তবে ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপল অভিযোগ করেন, ডগাইর আওয়ামী লীগের অফিসে মূলত আমাকে হত্যা করার উদ্দেশ্যে বোমা হামলা করা হয়। ভাগ্যবশত এ সময় আমি বাইরে ছিলাম। তবে এই হামলায় আহত হন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু ,৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন ভূইয়া ও দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিপন চৌধুরী। ঘটনার পর তাৎক্ষনিকভাবে বিএনপি-জামাতের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মনির হাজী,৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম আবুল, ডগাইর দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সম্পাদক মান্নান সর্দার,ডেমরা থানা তাতীলীগের সভাপতি শরিফুল ইসলাম সজিব,৬৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূইয়া, ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ৬৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ মিয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বোমা হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে কোনাপাড়ায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে ৬৪ ও ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেন ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আশফাকুর রহমান ভুট্টু মেম্বার ও ৬৪ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক এস এম সোহেল। উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী মৎস্যজীবী লীগ সাবেক সাধারণ সম্পাদক বাবু রাজেশ সরকার, ৬৪নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ রানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০ টার দিকে আওয়ামী লীগের ওই অফিস থেকে আড্ডা শেষে বাড়ী ফিরছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী সিফাত সাদেকীন চপল, স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রেজু, যুবলীগ নেতা মামুন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপন চৌধুরিসহ কয়েকজন। পরবর্তীতে বিএনপি জামাতের দোসররা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সরকার দলীয় নেতাকর্মীদের।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পি.পি.এম) বলেন, বিএনপির আসন্ন মহা সমাবেশকে কেন্দ্র রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা নানা রকম তান্ডব চালাচ্ছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার তারা রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরাসহ বিভিন্ন থানা এলাকায় বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটিয়েছে। ডেমরাতেও আওয়ামী যুবলীগের অফিসে হামলা চালানো হয়েছে বলে মামলা দায়ের করা হয়েছে যা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।