Home কুটনৈতিক ও প্রবাস অবশেষে প্রধানমন্ত্রী কর্তৃক ইতালী আওয়ামীলীগের নতুন কমিটি অনুমোদন।

অবশেষে প্রধানমন্ত্রী কর্তৃক ইতালী আওয়ামীলীগের নতুন কমিটি অনুমোদন।

133

মাহতাব, আলমগীরের নেতৃত্বে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রবাসী ডেস্ক: ২৮ শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইতালিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচিত সভাপতি জনাব মাহতাব হোসেন সহ সভাপতি লুৎফর রহমান সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন ও যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টুর নেতৃত্বাধীন কমিটিকেই ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গতকাল ২০শে অক্টোবর ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জিএম কিবরিয়া, সদস্য সচিব আবু সাঈদ খান, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন ইউরোপ আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা.ইতালী আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাঝি সহ অন্যান্য নেতৃবৃন্দ গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন, এ সময়ে নেতৃবৃন্দ নভেম্বর এ ইতালি আওয়ামী লীগের অনুষ্ঠিত সম্মেলনের ফলাফল ও বর্তমান পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলকে মিলেমিশে কাজ করার নির্দেশ দেন এবং ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবার নির্দেশ দেন।
উল্লেখ্য ২৮ নভেম্বর-২০২১ ইতালি আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত প্রায় নয় বছর পর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে উল্লেখিত নেতৃবৃন্দ নির্বাচিত হন।এ সম্মেলনে তৎকালীন সভাপতি ও সাধারন সম্পাদক অনুপস্হিত থেকে সম্মেলন পন্ড করার চেস্টা করে ব্যর্থ হয়।ঐ সম্মেলনে প্রধানমন্ত্রী বানীও দিয়েছেলো।কিন্তু ইউরোপ আওয়ামীলীগের পরিচয়দানকারী সভাপতি নজরুল ইসলাম সাধারন সম্পাদক মজিবুর রহমান পুরানো কমিটি নিয়ে মাসখানেক আগে যেনতেন সম্মেলন করে।ফলে এখানে দুইটি কমিটির কার্যক্রম চলছিলো।যদিও এখানে সিংহভাগ নেতা কর্মীরা মাহতাব হোসেন. আলমগীর হোসেন ও এম এ রব মিন্টুর নেতৃত্বে একাট্রা।এব্যপারে ইতালীতে অবস্হানরত সম্পাদক এম এ রব মিন্টু নেতৃত্বে বিভিন্ন স্হানে আনন্দ উৎসব চলছে।