Home সাহিত্য ও বিনোদন অনুস্বরের নতুন নাটক ‘জাদুকর’ আগামীকাল শুক্রবার প্রদর্শনী হবে

অনুস্বরের নতুন নাটক ‘জাদুকর’ আগামীকাল শুক্রবার প্রদর্শনী হবে

137

ডেস্ক রিপোর্টঃ আগামীকাল ২৬ আগস্ট শুক্রবার অনুস্বরের নতুন নাটক ‘জাদুকর’ এর ২টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এদিন রাজধানীর কাকরাইলের অনুস্বরের নিজস্ব স্টুডিও থিয়েটারে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে প্রদর্শনী দুটি। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিখ্যাত উপন্যাস ‘খেলারাম খেলে যা’ আশ্রিত ‘জাদুকর’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। গত ২৫ জুলাই অনুস্বর স্টুডিও’তে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

বাকপটু একা একজন মানুষ—যে আঁকড়ে ধরতে চায় না কোনোকিছুই, চায় না তার জীবনের প্রসারণ। বরং সে প্রচলের বাইরে যুক্তিগ্রাহ্য করে তুলতে চায় জীবন ও জীবন বিস্তারের নতুন এক ব্যাখ্যা— সে’ই আমাদের ‘জাদুকর’। জাদুকর জীবন-যৌবনের অনিবার্য ঘেরাটোপ থেকে বেরিয়ে প্রেম-যৌনতার এক ভিন্নতর বয়ান। জীবনবোধ বা জীবনদর্শনের এক অমোঘ দ্বান্দ্বিকতায় এই জাদুকর হয়ে ওঠে যেন এক ‘বিস্ময়’। তখন অজান্তেই আমাদের নিজস্ব আয়নায় দাঁড় করিয়ে দেবার গল্প হয়ে ওঠে ‘জাদুকর’।

আগ্রহী দর্শকরা ০১৭৮২৮৪৭৬৪৪ নম্বরে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করতে পারবেন।