যুগবার্তা যেস্কঃ জাতীয় বাজেট ২০১৬-২০১৭ তে শ্রমিক কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব এবং জাতীয় মজুরী কমিশন গঠন সহ ৯টি দাবীতে আজ মঙ্গলবার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ অর্থ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
আগারগাঁওস্থ পরিকল্পনা কমিশন দপ্তরে মাননীয় অর্থপ্রতিমন্ত্রী জনাব এমএ মান্নান এমপি মহোদয়ের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন ‘স্কপ’ এর যুগ্ম সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন ও কামরূল আহসান এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় ঐক্য পরিষদের নেতা শিরীন আক্তার এমপি, ডা. ওয়াজেদুল ইসলাম ও শাহমোহাম্মদ আবু জাফর উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ শ্রমিকদের জাতীয় নুন্যতম মজুরী ঘোষণার জন্য মাননীয় মন্ত্রীর নিকট প্রস্তাব করলে তিনি বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেন।