মোংলা অফিসঃ দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনের ফেরার জন্য সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু সাগর বাহিনীর প্রধান সাগরসহ ১৩ ডাকাত ২০টি আগ্নেয়াস্ত্র ও সাড়ে ৬শ রাউন্ড গুলি জমা দিয়ে আত্মসমর্পন করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনা সার্কিট হাউসে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে এ সকল অস্ত্র ও গুলি তুলে দিয়ে আত্মসমর্পন করে বনদস্যু সাগর বাহিনী প্রধান সাগরসহ তার সহযোগী দস্যুরা। র্যাব-০৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, আত্মসমর্পনের লক্ষ্যে বুধবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় র্যাবের হেফাজতে আসে সাগর বাহিনী। এরপর র্যাব-০৮ এর মাধ্যমে বৃহস্পতিবার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দস্যুরা আত্মসমর্পন করেছে।
আত্মসমর্পনকারীরা হলো মংলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের আলমগীর শেখ ওরফে সাগর (৩৫), কামরুল ফকির (২৭), কাবীর সরদার (৩৪), দেলোয়ার শেখ (২৮), নান্না ফকির (২৯), চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামের আব্দুল মালেক (৩৮), মিঠেখালী ইউনিয়নের গোয়ালীরমেঠের মো: কাদের শেখ (৩৮), চিলা ইউনিয়নের গাববুনিয়ার হাফিজুর রহমান শেখ (৪৬), চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়ার হাসান সরদার (২২), সুন্দরবন ইউনিয়নের বাশতলা গ্রামের তৌহিদুল ইসলাম (৪৩), সুন্দরবন ইউনিয়নের গোড়াবুড়বুড়িয়ার রাজু শেখ (২৮), বাগেরহাটের মোড়েলগঞ্জের বহরবুনিয়া গ্রামের লিটন হাওলাদার ও রামপালের তালবুনিয়া গ্রামের তারিকুল গাজী। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে বড় বড় ৫টি দস্যু বাহিনীর ৩৫ সদস্য আত্মসমর্পন করে। তবে এবার নিয়ে ৬ বাহিনীর ৪৮ দস্যু আত্মসমর্পন করলো।
এর আগে আত্মসর্মন করা দুস্যদের মধ্যে বেশির ভাগ দস্যুই জামিনে মুক্ত হয়ে স্বাভাবিকভাবে যে যার মত চলা ফেরা ও ব্যবসা বাণিজ্য করছেন। তাদের দেখাদিখে অন্যান্যরা দস্যুরাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র্যাব-০৮ এর মধ্যস্থতায় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আত্মসমর্পন করেছে সাগর বাহিনী বলে জানান র্যাব কর্মকর্তা মেজর আদনান কবির। সর্ব প্রথম সুন্দরবনের সবচেয়ে বড় বনদস্যু মাষ্টার বাহিনী আত্মসমর্পন করার পর থেকেই অন্যান্য দস্যু বাহিনীগুলো একে একে আত্মসমর্পন করতে শুরু করেছে বলেও জানান তিনি।
এদিকে সম্প্রতি বড় দস্যু বাহিনীগুলো আত্মসমর্পন করায় সাগর-সুন্দরবনে দস্যুতা অনেকাংশেই কমে আসায় জেলে-বাওয়ালীদের মাঝে স্বস্থী ফিরে এসেছে বলে জানিয়েছেন জেলে-মহাজনেরা।