Home বাণিজ্য ও অর্থনীতি সূচকের উত্থান-পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

সূচকের উত্থান-পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

139

ডেস্ক রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন সকাল ১০টা ৪২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।ইত্তেফাক