যুগবার্তা ডেস্ক:সীমান্ত হাট স্থাপনের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত সমঝোতা স্মারক অনুমোদন পেয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংশোধিত স্মারকের অনুমোদন দেয়া হয়।
ভারতের সরকারি বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট বিষয়ে সংশোধিত এমওইউ এবং কর্ম-পরিচালনা পদ্ধতির (এমওও) অনুমোদন দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের কল্যাণই সীমান্ত হাট স্থাপনের লক্ষ্য। স্থানীয় বাজারে প্রথাগত পদ্ধতির মাধ্যমে স্থানীয় উৎপাদিত পণ্য-সামগ্রী সীমান্ত হাঁটে বেচা কেনা করা হবে।
এই পদক্ষেপ সমাজের প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।