যুগবার্তা ডেস্কঃ সিরিয়ায় যৌথ বিমান হামলায় আইএস জঙ্গি ঘাটি ইদলিবে প্রারাণ হানি ঘটেছে কমপক্ষে ৩৫ ব্যক্তির। নিহত ব্যক্তিদের মধ্যে ২২ জনই শিক্ষার্থী। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ হামলার ঘটনা ঘটেছে একটি স্কুলে। হামলায় অনেকে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সিরিয়া ও রাশিয়ার যৌথভাবে ওই হামলা চালায়।
আল-কায়দার শাখা সংগঠন ফতেহ-আল-শাম জঙ্গিদের হাত থেকে ইদলিবকে মুক্ত করতে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে বিমান হামলা শুরু হয়। অভিযোগ ওঠেছে, নিশানা করেই ওই স্কুলে হামলা চালানো হয়েছে। হামলা চালানোর সময় স্কুলটিতে ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
মিডিয়া সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে ইদলিবে টানা বিমান হামলায় এখনও পর্যন্ত ৮৯ জন নিহত হয়েছে।