সিংড়ায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

রাকিব, নাট‌োরঃ
সিংড়ায় অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ধনতোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ধনতোলা এলাকায় জমি চাষাবাদ করতে যাওয়ার পথে একটি ধানের জমিতে অজ্ঞাত এক যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবতীর লাশটি উদ্ধার করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবতীর লাশটি উদ্ধার কর‌ে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর কে বা কাহারা সেখানে ফেলে রেখে গেছে।

যুবতীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হবে। তার পড়নে গোলাপী রংয়ের পায়জামা ও হালকা বাদামী রংয়ের থ্রি-পিজ পড়া ছিল। লাশের পাশে থাকা একটি ভ্যানেটি ব্যাগসহ একসেট জামা,চশমা ও মেমোরী কার্ডের কিছু অংশ আলামত হিসেবে পুলিশ জব্দ করেছে। নিহতের পরিচয় সনাক্ত করতে আশে পাশের থানাগুলোতে বার্তা প্রেরণ হয়েছে।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। এসময় ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে তিনি জানান।