যুগবার্তা ডেস্কঃ হ্যাঁ কথা ঠিক শুনেছে। মিডিয়ারও কোন মিসটেকনা । সালমান খান ১৮ নভেম্বরই বিয়ে করছেন ।
ওয়েট গার্লস। যাঁরা সল্লু মিঞাকে ভালবাসেন, পরের ব্রেকিংটা তাঁদের জন্য। ১৮ নভেম্বর সালমন বিয়ে করছেন ঠিকই। তবে কোন বছরের ১৮ নভেম্বর, তা খোলসা করেননি।
সম্প্রতি টেনিস সুন্দরী সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি প্রকাশ অনুষ্ঠানে সালমন হাজির ছিলেন। সেখানে সানিয়া তাঁর কাছে জানতে চান, ‘‘সবচেয়ে জরুরি প্রশ্ন, কবে তুমি বিয়ে করছ? এটা সকলে জানতে চান।’’ উত্তরে সালমন বলেন, ‘’১৮ নভেম্বর বিয়ে করব। কিন্তু কোন বছর বলতে পারব না। তবে করবই।’’
১৮ নভেম্বর বিয়ে করেছিলেন সালমানের বাবা সেলিম খান এবং মা সালমা। দু’বছর আগে সল্লুর বোন অর্পিতা খানও ওই একই দিনে বিয়ে করেন। সে কারণেই কি ১৮ নভেম্বরকে টার্গেট করেছেন ভাইজান সালমান খান? উত্তর জানা যাবে আরও পরে। সময়ই বলে দেবে।