যুগবার্তা ডেস্কঃ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন একজন আপোষহীন যোদ্ধা। তিনি ছিলেন মজলুম জনতার রাজনৈতিক নেতা। মওলানা ভাসানী বেঁচে থাকলে তিনি বর্তমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে “খামোশ” বলে সোচ্চার হতেন। আজকের দিনে মওলানা ভাসানীর মতো একজন দৃঢ়চেতা নেতার খুবই দরকার।
আগামীকাল ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি আজ এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে আরও মেনন বলেন, মওলানা ভাসানী সারা জীবন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ১৯৪৯ সালের গঠিত আওয়ামী মুসলিম লীগ নাম পরিবর্তন করে পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে। এ থেকেই তার অসাম্প্রদায়িক চরিত্র ফুটে উঠে। তিনি ছিলেন মজলুম জনতার প্রিয় নেতা। তিনি সমাজের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের এক অকুতভয় নেতা। কমরেড মেনন বলেন, আজকে যারা মওলানার মৃত্যুবার্ষিকী পালন করছেন তাদের অনেকেই মওলানার রাজনীতির অনুসারী নয়, বরং মওলানার রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মওলানা ভাসানী সমাজের বষম্য-নিপীড়নের বিরুদ্ধে যেমন কথা বলেছেন তেমনি ভাবে তিনি সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে আন্তর্জাতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য বিশ্বের সকল নিপীড়িত জাতিসমূহের ঐক্য গড়ে তোলার চেষ্টা চালিয়েছেন। তিনি ছিলেন প্রকৃত অর্থেই দেশপ্রেমিক প্রগতিশীল জাতীয়তাবাদী নেতা। মওলানা ভাসানী জামাতের রাজনীতি ঘোর বিরোধী ছিলেন। তিনি বলেছিলেন “নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামাতে ইসলাম ইসলাম নয়”।