সাখাওয়াতের বাসায় মিষ্টি নিয়ে গেলেন আইভী

যুগবাড়তা ডেস্কঃ নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হয়ে সেলিনা হায়াৎ আইভী সবার আগে মিষ্টি হাতে গেলেন পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেনের বাড়িতে।

বৃহস্পতিবার রাতে ভোটের ফল প্রকাশের পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের খানপুর এলাকায় সাখাওয়াতের বাসায় যান। দুই নেতাই এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নে পারষ্পরিক সহযোগিতার কথা বলেন এ সময়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইভী বলেন, “আমি আসছি সৌজন‌্য সাক্ষাতের জন‌্য। আমি কথা দিয়েছিলাম, হারি বা জিতি, আমি আসব। আমি প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি।”

ভোটের মাঠে পরাজিত হলেও নারায়ণঞ্জের উন্নয়নে মেয়রকে সহযোগিতা করার প্রতিশ্র্রুতি দেন সাখাওয়াত, যিনি সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিতি পেয়েছেন।

“জনগণের জন‌্য আপনি কাজ করবেন। প্রয়োজনে যে সহযোগিতা লাগে আমি তা দেব।”

সাখাওয়াত বলেন, “মাদকের শহর, সন্ত্রাসের শহর- এই দুর্নাম থেকে যাতে নারায়ণগঞ্জ রক্ষা পায়। সেটা আপনার কাছ থেকে আশা করব।

জবাবে আইভী বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি নিজে আগে থেকেই সোচ্চার। তার সেই চেষ্টা অব‌্যাহত থাকবে। আশা করি এবার উনাকেও সাথে পাব, উনিও সোচ্চার থাকবেন। মিলেমিশে কাজ করব, নারায়ণগঞ্জের জন‌্য কাজ করব।”

নাসিক নির্বাচনের প্রচারের সময় আইভী বলেছিলেন, তিনি জিতলে সাখাওয়াতের বাসায় গিয়ে নাশতা করবেন। আর সাখাওয়াত জিতলে যেন তাঁর বাসায় এসে নাশতা করে, সেই আহ্বানও জানিয়েছিলেন। সেই কথা রেখে সাখাওয়াতের বাসায় গেছেন নারায়ণগঞ্জের মেয়র।