যুগবার্তা ডেস্কঃ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি ও সহমর্মিতা সৃষ্টির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। রূপসী বাংলার রূপের কথা বিশ্বের প্রতিটি প্রান্তে নিরন্তর পৌঁছে দিতে হবে, যাতে পর্যটকরা বাংলাদেশর রূপের মোহে আকৃষ্ট হয়। পর্যটকদের উষ্ণ আতিথেয়তা, স্বাচ্ছন্দময় দিনযাপনে হোটেল ও মোটেলসমূহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। এর সাফল্য নিশ্চিত করতে হোটেলসমূহের ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন, কর্মচারীদের প্রশিক্ষণ, উন্নত সেবার মানসিকতার মাধ্যমে পর্যটকদের মন জয় করতে হবে।
তিনি মঙ্গলবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রূপসী বাংলা হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রূপসী বাংলা হোটেলের স্মৃতিচারণ করতে গিয়ে গিয়ে মন্ত্রী বলেন, ৭১’র ২৫ মার্চ পাক বাহিনীর নির্মম গণহত্যার কালরাতে ও মহান মুক্তিযুুদ্ধের সময়ে এ হোটেলে (সে সময়ের হোটেল ইন্টারকন্টিনেন্টাল) অনেক বিদেশী সাংবাদিক অবস্থান করে পাকবাহিনীর নির্মমতার কথা তুলে ধরেছিলেন, যার দরুণ বিশ্ববাসী বাংলাদেশে মানবতার বিরুদ্ধে সংঘটিত ভয়াবহতার কথা জানতে পেরেছিলো।
ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ¤্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পদক সিরাজুল ইসলাম, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর জেনারেল ম্যানেজার জেমস পি ম্যাকডোনাল্ড (প্রি ওপেনিং) প্রমুখ।