যুগবার্তা ডেস্কঃ সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে আজ। মেলার উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরের পাশাপাশি চার জেলা ও আট উপজেলায় কর মেলা শুরু হয়েছে।রাজধানীর মেলা হচ্ছে বেইলি রোডের অফিসার্স ক্লাবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানান, আজ মেলার প্রথম দিনেই ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার টাকা কর আদায় হয়েছে। আর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন ৪৬ হাজার ৪০১ করদাতা। সারা দেশের বিভিন্ন স্থানে চলমান কর মেলায় ১ লাখ ১৩ হাজার ৬৯৯ জন কর সংক্রান্ত সেবা নিয়েছেন। রাজধানীসহ বিভাগীয় শহরে মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।