রাজশাহী অফিসঃ সন্ত্রাস দমন যে আইন হয়েছে তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বাস্তবায়নে কোন বাধা বা সমস্যা হলে সরকারকে জানাতে আহ্বান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার রাজশাহী জেলার প্রশাসনের উদ্যোগে জেলা আইশৃঙ্খলা কমিটি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের প্রতি তিনি এ আহ্বান জানান।
জেলা প্রাশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর ও জেলার দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলার উন্নতি হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই যাত্রা আরো উন্নতি করতে হবে। গুলশানের হলি আর্টিজনে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী জঙ্গি দমনে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করে আপনাদের যে নির্দেশ প্রদান করেছেন তা মেনে চলবেন।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে কোন সমস্যা হলে সরকারকে জানাবেন। কারণ এর আগে এই তিনটি বিভাগের সমস্যার কারণে অপরাধীরা পার পেয়ে গেছে।
উপস্থিত সকলের উদ্দেশ্য তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে জঙ্গি দমনে কাজগুলো করে যেতে হবে। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে যাকে যে দায়ীত্ব দেয়া হয়েছে তা বাস্তবায়নে নিশ্চিত করতে হবে।
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনগনের অনেক কাছাকাছি থাকেন, আপনারা স্থানীয় স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করবেন। এটাকে তার ভাষায় সিটিজেন ইনটেলিজেন্সি বলে উল্লেখ করেন। এলাকায় কাউকে সন্দেহ হলে তা আইনশৃঙ্খলাবাহিনীকে জানতে আহ্বান করেন। কেউ জঙ্গিদের প্রশ্রয় দিলে তা হিতে বিপরীত হবে। যা আগে দেখা গেছে। এই জন্য সিটিজেন ইনটেলিজেন্সকে কাজে লাগাতে হবে।
এছাড়া গ্রামের সন্তান, যারা বাইরে পড়াশুনা করে ঈদের সময় বাড়িতে আসে তাদের নিয়ে মিটিং করার অনুরোধ জানান তিনি।
এদিকে মোবাইল কোর্ট বিষয়ে তিনি বলেন, দেশের প্রত্যান্ত অঞ্চলের হাট বাজারের নকল, ভেজাল পণ্য বিক্রি হয়। নকল, ভেজাল পণ্য ওই এলাকার মানুষ বুঝেতে পারে না। তাই ওই সব এলাকাই মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন।
তাছাড়া যে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গিত গাওয়া হয় না সে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আনুরোধ জানান।
শেষে তিনি বলেন গুলশান হামলার পর সরকার যে ভাবে জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে তা পৃথিবীর কোন দেশ করতে পারেনি। এই ধারা অব্যাহত থাকলে দ্রুত জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এরপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী সিটি করপোরেশনের গ্রীণ চত্বরে সামাজিক বন বিভাগের আয়োজনে পক্ষব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করেন।