Home জাতীয় সড়কে পড়ে থাকা যুবককে তুললেন যুবনেতা হাফিজ সরকার!

সড়কে পড়ে থাকা যুবককে তুললেন যুবনেতা হাফিজ সরকার!

87

ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে মলমপাটির খপ্পরে মাসুদ রানা (১৮) নামের এক যুবক কে উদ্ধার করেছে যুবনেতা মোঃ হাফিজ সরকার। রাস্তায় পড়ে ছিলো প্রায় ২ ঘন্টা। করোনার ভয় কেউ কাছে আসছে না, ধরছেও না। প্রচন্ড বৃষ্টি বনওয়ারীনগর বাজার ভূমি অফিসের সামনে ড্রেনের উপরে এই ঘটনা ঘটেছে আজ। ছেলেটির বাড়ি চাটমোহর, নামঃ মাসুদ রানা আর কিছু বলতে পারছে না। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আতিক নামের এক দোকানদার ব্যবসায়ী যুবনেতা মোঃ হাফিজ সরকার কে ফোন করে বিষয়টি জনায়। হাফিজ দ্রুত মোটরসাইকেল যোগে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। ছেলেটির বাবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কর্তবরত ডাক্তার বলছেন রোগীর অবস্থা ভালো আছে।