শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয়দিনের কর্মবিরতী অব্যাহত

বরিশাল প্রতিনিধি:
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো রবিবার চলমান রয়েছে। পটুয়াখালি জেলা পুলিশের সদস্য (এসআই) মনোজ কুমার সরকার মেডিসিন-১ ইউনিটে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের সাথে অশালীন আচরণ করায় এ কর্মবিরতী চলছে।
এনিয়ে রবিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকে কোন সুরাহা না হওয়ায় ইন্টার্নরা তাদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাজিদুল করিম। সূত্রমতে, শুক্রবার দুপুরে হাসপাতালে আসা পটুয়াখালী রেঞ্জ পুলিশের এসআই মনোজ কুমার মেডিসিন-১ বিভাগের দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের সাথে অশালীন আচরণ করেন। পরে চিকিৎসকের কক্ষে গিয়ে ওই নারীকে ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনার পর শনিবার দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকেরা বিক্ষোভ মিছিল করে কর্মবিরতী পালন করে আসছেন। পাশাপাশি ওই পুলিশ সদস্য তার কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও ইন্টার্ন চিকিৎসকেরা ঘোষনা করেন। এ ব্যাপারে পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যকে রবিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয়েছে।