শেখ হাসিনা আগামী ৫ বছর ক্ষমতায় থাকলে,”জামাত শিবির” খুঁজে পাওয়া যাবেনা

মফিজুর রহমান কবিরঃ গত ১৭ই মার্চ “জাতির জনক বঙ্গবন্ধুর ৯৬ই তম জন্মবার্ষিকী উপলক্ষে রিয়াদে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজি শাখা সহ -আওয়ামী পরিষদ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ,বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী যুবলীগ ও আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্বোগে ,ভিন্ন- ভিন্ন ভাবে জাতীয় পতাকা উ(ত্বওলন,দোয়া ও মুনাজাত , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল’ দিয়ে শ্রদ্ধা ও কোথাও কোথাও কেক কেটে ,জাতীয় শিশুদিবস পালন করা হয় ও
রাষ্ট্রদূত গোলাম মসিহ’র সভাপতিত্বে , এইচ ও সি মিজানুর রহমানের সঞ্চালনায় দুতাবাস চত্বরে অনুষ্ঠিত হয় ‘জাতীয় শিশু’ দিবস ও উক্ত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ,পররাষ্ট্র প্রতি মন্ত্রীর লিখিত বাণী পাঠ করাসহ , বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিক্ষারথীদের মধে্ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পুরস্কার প্রদান করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে রাষ্ট্রদূত বলেন ,বঙ্গবন্ধুকে জানতে হলে তার সম্পর্কে প্রচুর গবেষনা করতে হবে ও যতো গবেষনা হবে তার সম্পর্কে ততো বেশী জানা যাবে ও সৌদিআরবে জামাতের ইসলামীর বিভিন্ন কর্মকান্ডের উপর আওয়ামী নেতৃবিন্দের কতিপয় অভিযোগের সূত্র ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনা আরও ৫ বছর ক্ষমতায় থাকলে,এবং আপনার ঐকল বব্ধ থাকলে “জামাত শিবির” খুঁজে পাওয়া যাবে না ও শিশু মুজিব থেকে জনক মুজিবের জীবন ও দর্শনের উপর আলোচনায় অংশগ্রহন করেন ডি সি এম ড:নজরুল ইসলাম পি এইচ ডি , ব্রিগেডিয়ার মোহাম্মদ ফারুকুল হক , মোহাম্মদ সেলিম ভুইয়া , আব্দুস সালাম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ফাউণ্ডেশন , এম আর মাহবুব সাধারন সম্পাদক আওয়ামী পরিষদ , ড:গোলাম মোহাম্মদ প্রফেসর কিং ফয়সাল উনিভার্সিটি , বদরু আলম প্রিন্সিপাল বাংলাদেশ ইন্টারনেশনাল স্কুল এন্ড কলেজ . বজলুর রশীদ-প্রিন্সিপাল’ ইন্টারনেশনাল স্কুল এন্ড কলেজ ইংলিশ শাখা , এম এ জলিল-সভাপতি আওয়ামী যুবলীগ ,মনিরুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি সেচ্ছাসেবক লীগ , শওকত ওসমান যুবনেতা , ইসমাইল হোসেন সাধারন সম্পাদক যুবলীগ , ক্ষুদে আলোচক সাহরিয়া তাবাছুম ও কবিতা আবৃত্তিকরেন-আফরা সুলতানা প্রমূখ ।