Home শিক্ষা ও ক্যাম্পাস শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ

59

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দ, সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন ও হেলথ কার্ড, শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে বৃত্তি প্রদান, সকল শিক্ষার্থীর আবাসন সংকট নিরসন এবং অবিলম্বে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আজ (২ জুন) দুপুর সাড়ে ১২টায় মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি ছাত্রনেতা ফয়েজ উল্লাহ’র সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য মুক্ত রেজোয়ান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সদস্য সালমান রাহাত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আসমানি আশা প্রমুখ।