যুগবার্তা ডেস্কঃ রণবীর কপূরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর আরও এক রণবীরের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। তিনি রণবীর সিংহ। আর সেই কমন প্রেমিকার নাম দীপিকা পাড়ুকোন। বি-টাউনের এই হটেস্ট কাপলের প্রেম বা ব্রেকআপ নিয়ে গসিপ তো কম নেই! অনেকে বলেন কাজের ব্যস্ততার জন্যই নাকি ভেঙেছে তাঁদের রোমান্স। এই বিতর্কে এত দিন মুখে কুলুপ ছিল দীপিকার। অবশেষে জবাব জিলেন এই গসিপের।
কী বললেন জানেন?
দীপিকার কথায়, ‘‘রণবীর (পড়ুন, সিংহ) এমন একজন যার ভূমিকা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর এই সম্পর্কটা কখনওই বদলাবে না।’’
নায়িকার এই মন্তব্যের পর বি-টাউনের একটা বড় অংশ মনে করছেন, নিন্দুকদের মুখে ছাই দিয়ে চুটিয়ে প্রেম করছেন দীপিকা-রণবীর! আনন্দ বাজার