Home জাতীয় মেহেন্দিগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে চারা বিতরণ

মেহেন্দিগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে চারা বিতরণ

34

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষিত সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টায় আনসার ও ভিডিপি বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে। এই কর্মসূচির অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ অভিযান ও সদস্য-সদস্যাদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। রবিবার সকাল ১০টায় উপজেলা আনসার ভিডিপি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপন ও চারা বিতরণ আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সীমা ইয়াসমিন, উপজেলা প্রশিক্ষক আনসার ভিডিপি মোঃ রাসেল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের ফাঁকা জায়গায় ফলজ ও বনজ বৃক্ষ রোপনের আহবান জানান।