মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য কমিউনিস্ট পার্টিকে ঐক্যবদ্ধ গণসংগ্রাম গড়ে তুলতে হবে

যুগবার্তা ডেস্কঃ “সাম্প্রদায়িক জঙ্গিবাদ, লুটপাট, সা¤্রাজ্যবাদ প্রতিহত কর-সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন কর” এই শ্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), মোহাম্মদপুর থানা কমিটির সম্মেলনের উদ্বোধন আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ড (নতুন রাস্তায়) অনুষ্ঠিত হয়। কমরেড মোশাররাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মনিরুল আহসান জুয়েলের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. সাজেদুল হক রুবেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য কমরেড শামছুজ্জামান সেলিম। কমরেড সেলিম বলেন, “দেশ আজ এক ভয়াবহ সংকটে নিমজ্জিত। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দেশ আজ সাম্প্রদায়িক, সা¤্রাজ্যবাদ ও লুটপাটকারীদের হাতে জিম্মি হতে চলেছে। এদেশের কৃষক, শ্রমিক মেহনতি মানুষের স্বপ্নের দেশ আজও আমরা অর্জন করতে পারিনি।” তিনি বলেন, “এই দেশকে পাল্টাতে হলে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। তিনি সকল কমরেডদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।” সমাবেশের উদ্বোধনী বক্তব্যে কমরেড রুবেল বলেন, ঢাকা শহরকে পাল্টে দিতে না পারলে দেশকে পাল্টানো যাবে না। তাইতো আমরা বাসযোগ্য ঢাকা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই শহরের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি, প্রত্যেক এলাকায় জনগণকে নিয়ে অধিকার আদায় কমিটি গঠনের উদ্যোগ নেয়ার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সমাবেশে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ, কমরেড মাহবুব আলম, ঢাকা কমিটি সম্পাদকম-লীর সদস্য কমরেড মোসলেহ উদ্দিন, কমরেড বিকাশ সাহা। বক্তব্য রাখেন ঢাকা কমিটির সদস্য ও থানা সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, জোন কমিটির সভাপতি কমরেড দিলীপ বেপারী, আদিবাসী যুব-পরিষদের কেন্দ্রীয় সভাপতি হরেন্দ্র নাথ সিং সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে মোহাম্মদপুরের সকল রাস্তা সংস্কার, সকল রুটে পর্যাপ্ত বিআরটিসি বাস চালু, বাড়ী ভাড়া আইন কার্যকর, বস্তি উচ্ছেদ বন্ধ, সন্ত্রাস-চাঁদাবাজি-মাদকবন্ধ, পানি-বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধানসহ বিভিন্ন স্থানীয় দাবি তুলে ধরা হয়। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামীতে সিপিবি’র উদ্যোগে আন্দোলন গড়ে তোলার ঘোষণা প্রদান করা হয়।
উদ্বোধনী সমাবেশ শেষে কয়েকশত ছাত্র-যুব-বস্তিবাসীনারী-পুরুষসহ একটি বর্ণাঢ্য র‌্যালী মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। উল্লেখ্য আগামীকাল ১৯ আগষ্ট সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।