Home শিক্ষা ও ক্যাম্পাস মাহাদী-সাকিবের নেতৃত্বে ইবি শেখ রাসেল ডিবেটিং সোসাইটি

মাহাদী-সাকিবের নেতৃত্বে ইবি শেখ রাসেল ডিবেটিং সোসাইটি

21

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী ২০২৩-২৪ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাইফুল্লাহ মাহাদী ও অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাজমুস সাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও সদ্য বিদায়ী সভাপতি আলী আরমান রকির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

কমিটিতে অন্যান্য পদপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ-সভাপতি আলী আরমান রকি ও ফুয়াদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর আল জুবায়ের তামিম, অর্থ সম্পাদক নাহিদ হাসান, দপ্তর সম্পাদক সায়েম আহমেদ, বিতর্ক ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: রাকিবুল ইসলাম রাকিব, প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু আহাম্মেদ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক আহসান হাবিব রানা, সাহিত্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, অনিন্দ্য সাহা, মুশফিকুর রহমান, হাসিবুর রহমান হাসিব এবং সোহরাব হোসেন।

জানতে চাইলে বর্তমান সভাপতি সাইফুল্লাহ মাহাদী বলেন, শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটি যাত্রার শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে চমক দেখিয়ে আসছে। আমরা পরপর দু’বার আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন এবং তার আগে রানারস আপ ছিলাম। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, বিশেষত সম্মানিত প্রভোস্ট মহোদয়, হাউস টিউটর স্যারদের পরামর্শ এবং সহযোগিতার মাধ্যমেই আমাদের এই অর্জন। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে বির্তক অঙ্গনে আমাদের কৃতিত্বের স্বাক্ষর অব্যাহত রাখতে চাই।