মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের নিহত ৩

যুগবার্তা ডেস্ক: শনিবার সকালে স্বপরিবারে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে জামালপুরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ভোড় ৬ টায় জেলার বকশিগঞ্জ নতুন বাজার এলাকায়।
নিহতরা হলেন মো: বাবুল মিয়া (৪৩), স্ত্রী শিল্পী আক্তার (৩০) ও ১০ মাসের শিশু আবদুল্লাহ। এঘটনায় আরও ৩জন আহত হয়েছেন। তারা হলেন নিহত বাবুলের দু’ভাই সাইদুর রহমান মিয়া ও মো: বাদশা মিয়া এবং শ্যালক মো: রিপন।
মাইক্রোবাস চালককে আটকের কথা বলেছেন, বকশিগঞ্জ থানার পুলিশ। তারা কুড়িগ্রামের বাজিতপুরে যাচ্ছিলেন।